সভাপতি
উপজেলা নির্বাহি অফিসার, হাজীগঞ্জ
সভাপতি
উপজেলা নির্বাহি অফিসার, হাজীগঞ্জ
মাদরাসার সংক্ষিপ্ত ইতিহাস
চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৯ কিমি. দক্ষিনে ৯ নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়নের পালিশারা গ্রামে অবস্থিত, পালিশারা বাজার সংলগ্ন ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়া ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ১৯৭০ খ্রি. সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। অত্র এলাকাতে ইসলামিক শিক্ষা প্রসারের প্রয়োজনীয়তা অনুভব করে পালিশারা পাটওয়ারী বাড়ীর মরহুম আলহাজ্ব শামছ উদ্দীন পাটওয়ারী সাহেব মিয়াজী বাড়ি ও পাটওয়ারি বাড়ির বিশিষ্ট্য ব্যক্তিবর্গের দান অনুদানে, সর্বপরি এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ০১/০১/১৯৭০ খ্রিষ্টাব্দে মাদ্রাসাটির ভিত্তি স্থাপন করেন। প্রতিষ্ঠার শুরুতে ইবতেদায়ী স্তরে ছিল। ক্রমান্বয়ে এটি দাখিল-এ উন্নীত হয়। এবং ১৯৮৬ সালে সর্ব প্রথম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। ০১/০৩/১৯৮৭ খ্রিঃ দাখিল স্তরে এম.পি.ও ভূক্ত হয়। ইসলামিক শিক্ষার সাথে আধুনিক শিক্ষা প্রসারে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠায় যারা মূল্যবান সম্পদ দান করেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন, মরহুম আলহাজ্ব শামছ উদ্দীন পাটওয়ারী, মরহুম হানিফ মিয়াজী, মরহুম খালিলুর রহমান মিয়াজী, মরহুম ছাদেক মিয়াজী, মরহুম এমদাদুল হক পাটওয়ারী, মরহুম আলহাজ্ব কলিমুল্লাহ পাটওয়ারী, আলহাজ্ব দেলোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মরহুম মোঃ আবুল কালাম মিয়া, শিক্ষানুরাগী সদস্য জনাব মোঃ শাহাজাহান মিয়া এবং পালিশারা মিয়াজী বাড়ির আরও অনেকে। ইনশা আল্লাহ আগামীতে আলীম ক্লাশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সাবেক সভাপতি মরহুম মোঃ আবুল কালাম মিয়ার অক্লান্ত পরিশ্রমে, দ্বীন দরদি ব্যাক্তিবর্গ ও বিশিষ্ট্য জনের অনুদানে এবং ধর্মপ্রাণ সকলের সহযোগিতায় ৪ তলা ফাউণ্ডেশন একাডেমিক ভবনের ২ তলার কাজ সম্পন্ন হয় ২০১৫ সালে। ২০১৯ খ্রি. সরকারি ভাবে ৪ তলার ফাউণ্ডেশন নতুন একাডেমিক ভবনের এক তলার কাজ সম্পন্ন হয়েছে এবং বাকী ৩ তলার কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায়। ইসলামের খেদমতে মাদ্রসাটি সুন্দরভাবে পরিচালনার জন্য অত্র মাদ্রাসার সুপার জনাব মোঃ আল ফারুক সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
জনাব মোঃ আল ফারুক
কামিল হাদীস, কামিল ফিকহ (১ম শ্রেণি)
সুপারিনটেনডেন্ট
যোগদান: ১১ এপ্রিল ২০১১ খ্রি.
মোবাইলঃ ০১৩০৯-১০৩৭৪৫
কারিকুলামের পাঠ্যপুস্তক-২০২৫